কেন আপনি লিনাক্স ডেক্সটপ ব্যবহার করবেন?? মুক্ত সফটওয়্যার এবং লিনাক্স কি এবং কেন ব্যবহার করবেন তা নিয়ে বিস্তর লেখালেখি হয়েছে। হয়তো এই পোস্ট-এর বিশেষ প্রয়োজন নেই। তবে আমার বাংলা পাঠকে আরও একবার আমার মতামত জানাতে ক্ষতি কি? আমি আমার বেশিরভাগ পরিচিতদের যখন ডেক্সটপ লিনাক্স ব্যবহার করতে বল একটা উত্তর খুব বেশি শুনতে পাই---"কমান্ড লাইন !! খুব কঠিন ! ড্রাইভার সাপোর্ট নেই। সবকিছু নতুন করে শিখতে হবে" (মজার বিষয় সার্ভার প্রযুক্তির সিংহভাগ কিন্তু লিনাক্স আর উনিক্স এর দখলে।) । আর আপনিও যদি মনে করেন "কমান্ড লাইন !! খুব কঠিন ! ড্রাইভার সাপোর্ট নেই। সবকিছু নতুন করে শিখতে হবে" তাহলে আমি বলতে বাধ্য হব যে সম্প্রতি আপনি ডেক্সটপ লিনাক্স ব্যবহার করেননি। কারণ বর্তমান লিনাক্স ডেক্সটপ GUI যথেষ্ট সৌম্যদর্শন, ব্যবহার করতে সহজ আর মনোলোভা। লিনাক্স কার্নেল ভারসান 3.X.X এবং তার পরবর্তী কার্নেল-এ ড্রাইভার সাপোর্ট যথেষ্ট ভাল এবং উল্লেখযোগ্য। আপনি হয়ত অ্যান্ডড্রয়েড ফোন ব্যবহার করেন। উল্লেখ ৮৫ শতাংশ অ্যান্ডড্রয়েড ফোন লিনাক্স কার্নেল ভারসান 3.X.X ব্যবহার করে থাকে। এট...