Skip to main content

শুরু হোক পথ চলা শুরু হোক কথাবলা

শুরু হোক পথ চলা শুরু হোক কথাবলা


শুরুতেই এটা বলে নিই , আমি লিনাক্স অপারেটিং সিস্টেমের অন্ধভক্ত।তাই যখন ঠিক করলাম বাংলাতে ব্লগ লিখব , লিনাক্স এ বাংলা লেখাটা ( ফনেটিক বাংলা ) কিভাবে আরও সহজ করা যায় সেটা বলে দিই।যদিও আমার দৃঢ় বিশ্বাস পাঠকদের অনেকেই বাংলা লেখার টুল সম্পর্কে জানেন।তবে আমার মনে হয় সেগুলি বেশিরভাগই মাইক্রোসফট উইন্ডোজ প্লাটফর্ম-এ।লিনাক্স প্ল্যাটফর্মে বাংলা লেখার জন্য কোনও সমস্যা হয় না যদি আপনি বাংলা কিবোর্ড লেআউট জানেন। আর আপনি যদি কিবোর্ড লেআউট টাইপিংএ কঠিন মনে করেন তাহলে ফনেটিক কিবোর্ড ব্যবহার করতে পারেন। ফনেটিক কিবোর্ড ব্যাবহারের জন্য অনলিনে টুল ব্যাবহার করতে পারেন যেমন গুগল ট্রান্সস্লেট , বা জিমেইল কম্পোজ ।  তবে পেশাদারী বাংলা লেখার জন্য অভ্র কিবোর্ডের জুডি নেই।বলে রাখা দরকার অভ্র কিবোর্ড প্রথমে কেবল উইন্ডোজ প্ল্যাটফর্মে চলত।  www.omicronlab.com কে অনেক ধন্যবাদ এই দারুণ অ্যাপ্লিকেশানটিকে লিনাক্স - এ আনার জন্যে । নিচে কিভাবে আপনি উবুন্টুতে অভ্র ব্যবহার করতে পারেন তা বর্ণিত হল । 


আপনি যদি উবুন্টু 13,04 বা এরও পরবর্তী ভার্সন ব্যবহার করেন তাহলে আপনের সিস্টেমে ইতিমধ্যে ibus আছে । নাহলে প্রথমে আপনার পছন্দের টার্মিনাল খুলে ibus ইন্সটল করে নিন । অ্যাপ্লিকেশান মেনু থেকে টার্মিনাল খুলে লিখুন ----



$ sudo apt-get install ibus

$ sudo apt-get install git libibus-1.0-dev automake autoconf gjs gir1.2-ibus-1.0 

im-switch

$ clone git://github.com/sarim/ibus-avro.git

$ cd ibus-avro

$ aclocal && autoconf && automake --add-missing

$ ./configure --prefix=/usr

$ sudo make install 

আপনার সিস্টেমে অভ্র ইন্সটল হয়ে গেছে। এবার একটু কনফিগার করতে হবে।   
অ্যাপ্লিকেশান মেনু থেকে ibus খুলে preference মেনুতে যান। এরপর input method ট্যাব-এ গিয়ে Customize active input methods বেছে নিন। 
এরপর ড্রপডাউন মেনু থেকে Avro phonetic বেছে নিয়ে Add  বাটনে ক্লিক করুন। 



এরপর টার্মিনালে গিয়ে লিখুন--
$ im-switch 


লিস্ট থেকে ibus  বেছে নিন। 

এবার ibus রিস্টার্ট করে ব্যবহার করুন। ctrl+space টিপে English আর বাংলা লেখা পরিবর্তন করতে পারেন।


Comments

Popular posts from this blog

কি, কেন, কবে

নেহাত পাগলামি বা খামখেয়ালীপনার ফল হল এই ওয়েবসাইট। কোনো নির্দিষ্ট লক্ষ্য না রেখেই এর সৃষ্টি। তাই কি, কেন, কবে এইসব প্রশ্নের কোন উত্তর খোঁজা বোকামি। আমি  শুধু  জানি, আমি চিৎকার করলে কেউ হয়তো তেড়ে আসতে পারে। তাই যা ইচ্ছে তাই করার জন্য এই জায়গাটা অনেক বেশি নিরাপদ। অবশ্য আজকাল এই নিরাপত্তাটুকুরও অভাব বোধ হচ্ছে অনেকের।

কেন আপনি লিনাক্স ডেক্সটপ ব্যবহার করবেন??

  কেন  আপনি লিনাক্স ডেক্সটপ ব্যবহার করবেন?? মুক্ত সফটওয়্যার এবং লিনাক্স কি এবং কেন ব্যবহার করবেন তা নিয়ে বিস্তর লেখালেখি হয়েছে। হয়তো এই পোস্ট-এর বিশেষ প্রয়োজন নেই। তবে আমার বাংলা পাঠকে আরও একবার আমার মতামত জানাতে ক্ষতি কি? আমি আমার বেশিরভাগ পরিচিতদের যখন ডেক্সটপ লিনাক্স ব্যবহার করতে বল একটা উত্তর খুব বেশি শুনতে পাই---"কমান্ড লাইন !! খুব কঠিন ! ড্রাইভার সাপোর্ট নেই। সবকিছু নতুন করে শিখতে হবে" (মজার বিষয় সার্ভার প্রযুক্তির সিংহভাগ  কিন্তু লিনাক্স আর উনিক্স এর দখলে।) । আর আপনিও যদি মনে করেন  "কমান্ড লাইন !! খুব কঠিন ! ড্রাইভার সাপোর্ট নেই। সবকিছু নতুন করে শিখতে হবে" তাহলে আমি বলতে বাধ্য হব যে সম্প্রতি আপনি ডেক্সটপ লিনাক্স ব্যবহার করেননি। কারণ বর্তমান লিনাক্স ডেক্সটপ GUI যথেষ্ট সৌম্যদর্শন, ব্যবহার করতে সহজ  আর মনোলোভা।  লিনাক্স কার্নেল ভারসান 3.X.X এবং তার পরবর্তী কার্নেল-এ ড্রাইভার সাপোর্ট যথেষ্ট ভাল এবং উল্লেখযোগ্য। আপনি হয়ত অ্যান্ডড্রয়েড ফোন ব্যবহার করেন। উল্লেখ ৮৫ শতাংশ অ্যান্ডড্রয়েড ফোন লিনাক্স কার্নেল ভারসান 3.X.X ব্যবহার করে থাকে। এটা সত্যি